কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস নিয়ে আলোচনা করা হয়েছে এ নথিতে।
CMS এর পূর্ণরূপ হল Content management System.
CMS হল এক ধরনের ওয়েব সফটওয়্যার, যে গুলো দিয়ে ওয়েব সাইটকে নিয়ন্ত্রন করা যায়। CMS ব্যবহার করে ওয়েব সাইটের তথ্য, পাতা সব সহজে তৈরি/পরিবর্তন/পরিবর্ধন করা যায়। যা ম্যানুয়ালি করলে অযথা সময় নষ্ট হয়।
জনপ্রিয় কয়েকটি CMS হলঃ wordpress, joomla, drupal ইত্যাদি।