ইমাজিনেটিভ ওয়ার্ল্ড কোড | সম্পর্ক

আমাদের সম্পর্কে

ইমাজিনেটিভ ওয়ার্ল্ড-এর একটি প্রোজেক্ট হল ইমাজিনেটিভ ওয়ার্ল্ড কোড। এ প্রোজেক্টের উদ্যেশ্য হচ্ছে সবাইকে কম্পিউটার কোড সম্পূর্ণ বাংলা ভাষায় শিখানো। এটি বিনামূল্য!

উদ্দেশ্য

এ ওয়েবসাইটে সব বিষয় সম্পর্কে এমন ধারনা দেয়ার চেষ্টা করা হয়েছে, যাতে এ নির্দেশিকা পড়া শেষ করেই যে কেউ ঐ বিষয় নিয়ে চর্চা শুরু করতে পারে। কিন্তু কোনো কিছু শেখার ক্ষেত্রে বই এর কোনো বিকল্প নেই, বইয়ে সব কিছু পরিষ্কার করে দেয়া থাকে, নির্দেশিকাতে সবই থাকে, তবে ঝাপসা, আবার কিছু বিষয় বইয়ে কিন্তু ঝাপসা থাকে, তা এখানে পরিষ্কার করা আছে। কোনো কিছু সম্পর্কে হালকা ধারনা থাকলে পরে বই বা ইন্টারনেট ঘাটলে সেই বিষয়টা খুব ভালো পরিষ্কার হয়। কোডিং সম্পর্কে তাই সেই হালকা ধারনা দিতেই এ ওয়েবসাইট।

বিশেষ বৈশিষ্ট্য

ইমাজিনেটিভ ওয়ার্ল্ডের সেই পুরনো অভ্যস। সবার থেকে একটু আলাদা কিছু করা। এ ওয়েবসাইটেও আলাদা কিছু বৈশিষ্ট আছে। এ সাইটের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহঃ

  • এ ওয়েব সাইটে শিখানোর জন্য ব্যবহার করা হয়েছে অনন্য কন্টেন্ট।
  • প্রতিটি নির্দেশিকায় মন্তব্য প্রদানের ব্যবস্থা।
  • কমিউনিটি ফোরাম
  • যথেষ্ট উদাহরণ।
  • প্রতিটি বিষয় পরিষ্কার ধারনা দেয়া চেষ্টা।
  • প্রয়োজন মত তথ্যনির্দেশ

ইত্যাদি। আমাদের বিশেষ বৈশিষ্ট্য সমূহ আমাদের নির্দেশিকাসমূহ দেখলেই বুঝতে পারবেন।

লিখতে চান?

আমাদের ওয়েবসাইটে আপনার লিখা দিতে চাইলে আমাদের ই-মেইল করুন নিচের ঠিকানায়ঃ

info@imaginativeworld.org

আপনার লেখা আমাদের ভালো লাগলে তা ওয়েবসাইটে দেয়া হবে।

আবেদন

নির্দেশিকা লিখার দায়িত্ব আমরা নিয়েছি। কিন্তু তা সবার কাছে ছড়িয়ে দেয়ার দায়িত্ব এর পাঠকদের। আমরা ব্যবসা করতে বসিনি যে কোথাও টাকা দিয়ে বিজ্ঞাপন দিতে পারব। ভবিষ্যতেও এ ওয়েবসাইট মুক্তই রাখা হবে। যাইহোক, কোন এক বিজ্ঞজনের কাছে শুনেছিলাম, "ভালো জিনিস মানুষের চোখ এড়ায় না"। কিন্তু আগে মানুষের চোখে পড়তে হবে তো! আমাদের আবেদন এই যে, আমাদের ছড়িয়ে দিন আপনার পরিচিত জনের কাছে।

ধন্যবাদান্তে,

মোঃ মাহমুদুল হাসান সোহাগ
ইমাজিনেটিভ ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা, সিইও