Parts of Positional Number system

স্থান ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যার বিভিন্ন অংশ

Positional Number system বা স্থান ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যার পূর্ণ অংশ, রেডিক্স পয়েন্ট এবং ভগ্নাংশ নিয়ে আলোচনা করা হয়েছে এ নথিতে।

অবস্থান ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যার তিনটি অংশ থাকে। এগুলো হলঃ

  1. পূর্ণ অংশ বা integer part
  2. রেডিক্স বিন্দু বা Radix point
  3. ভগ্নাংশ বা Fraction Part

অবস্থান ভিত্তিক সংখ্যা পদ্ধতির বিভিন্ন অংশ

Parts of Positional Number system

পূর্ণ অংশ

পূর্ণ অংশকে Integer বলা হয়। যেমনঃ ১, ১২, ২০০, ২৫৬ ইত্যাদি।

রেডিক্স পয়েন্ট

ইংরেজিতে বিন্দু বা dot (.) কে রেডিক্স পয়েন্ট বলা হয়। স্থান ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে একটি ডট বা রেডিক্স পয়েন্ট দিয়ে আলাদা করা হয়।

সংখ্যা পদ্ধতি ভেদে এ রেডিক্স পয়েন্টের বিভিন্ন নাম হতে পারে। যেমনঃ

  • দশমিক সংখ্যা পদ্ধতিতে (Decimal number system) এ একে দশমিক (decimal point) বলা হয়।
  • দিমিক সংখ্যা পদ্ধতিতে (Binary number system) এ একে দিমিক (binary point) বলা হয়।

ইত্যাদি।

ভগ্নাংশ

ভগ্ন অংশকে ভগ্নাংশ বা Fraction বা Fractional part বলা হয়। ভগ্নাংশকে রেডিক্স পয়েন্ট দিয়ে লেখা হয়। যেমনঃ .২৩৪, .৫, .২৩৪৫৬৭, ০.২৩৪ ইত্যাদি। আবার এদের নিচের মত করেও লিখা যায়ঃ

  • ২৩৪ × ১০-৩ = ০.২৩৪
  • \frac{1}{234} = ০.২৩৪

সব ধরনের স্থান ভিত্তিক সংখ্যা পদ্ধতির জন্যই উপরের অংশ গুলো প্রযোজ্য। স্থান ভিত্তিক কিছু সংখ্যা পদ্ধতি নিয়ে জানতে নিচের নথিটি পড়তে পারেনঃ

কোনো মন্তব্য থাকলে বলুন