Windows 8 Touch Keyboard

শর্ট-কাট কী (shortcut key)

উইন্ডোজ এর কিবোর্ড শর্ট-কাট কী এর একটি বিশাল সংগ্রহশালা তৈরি করা হয়েছে এ নথিতে।

কম্পিউটারে কাজ করা সত্যই অনেক বিরক্তিকর। মাঝে মাঝে অলসতা চরম পর্যায়ে চলে আসে । তাই আমাদের অনেকের হয়তো কী-বোর্ড থেকে হাতটা সরিয়ে মাউস ধরতেও অনিহা হয়। আমার তো কেবল মনে হয় চোখের ইশারায় কাজ সারা গেলে ভালো হত। যারা আমার মত আছেন তাদের জন্য এই আয়োজন।

Windows 8 Touch Keyboard

আমি আমার এই পোস্টে কী-বোর্ডের সব শর্টকাট কী এবং তাদের কাজের একটা তালিকা তৈরি করেছি।
নিচের তালিকাটি দেয়া হল। নিজেই বুঝবেন কি কি বোতাম চাপলে কি কাজ করবে। তো হয়ে যান কি-বোর্ড জিনিয়াস… 🙂

শর্ট-কাট কি কাজ
Ctrl + X কোনো কিছু কেটে (cut) নেয়া
Ctrl + C কোনো কিছু অনুলিপি (copy) করা
Ctrl + V কোনো কিছু প্রতিলিপি (paste) করা
Ctrl + Y কোনো কিছু আবার করা (redo)
Ctrl + Z কোনো কিছু আগের অবস্থায় নিয়ে আসা (undo)
Ctrl + R উইন্ডো বা ব্রাউজারের নীড়পাতা (home page) সতেজ করা (refresh)
F5 উইন্ডো বা ব্রাউজারের নীড়পাতা (home page) সতেজ করা (refresh)
Ctrl + D কোনো নথি (file) মুছে (delete) ফেলা
Ctrl + Esc স্টার্ট মেন্যু খুলতে (Open Start Menu)
F1 সাহায্য (Help)
Ctrl + B লেখা মোটা/গাড় করতে (Bold)
Ctrl + I লেখা বাঁকা করতে (Italic)
Ctrl + U লেখার নীচে দাগাঙ্কিত করতে (Underline)
Ctrl + { ফন্ট আকার ছোট করতে
Ctrl + } ফন্ট আকার বড় করতে
Alt + Tab মিনিমাইজ করা প্রোগ্রাম চালু করতে
+ Tab ত্রিমাত্রিক ভাবে মিনিমাইজ করা প্রোগ্রাম চালু করতে
Alt + F4 চলমান প্রোগ্রাম তাৎক্ষনিক বন্ধ করতে
Shift + Del কোনো নথি একেবারে মুছে ফেলতে (Delete Permanently)
 + L কম্পিউটার তালাবদ্ধ (lock) অথবা লগআউট (log out) বা সাইটআউট (sign out) করতে
Ctrl + Alt+Del টাস্ক ম্যানেজার/অপারেশন উইন্ডো (Open Task Manager/Operation Window) খোলা যাবে
Alt + Double-Click নথি বৈশিষ্ট্য  (File Properties) দেখা যাবে
Ctrl + Shift+Esc টাস্ক ম্যানেজার (Task Manager) চালু করতে
Alt + Space উইন্ডো সিস্টেম মেন্যু (window system menu)

পোষ্টটি নিয়মিত আপডেট করার চেষ্টা করা হবে। যদি কোনো শর্ট-কাট কী বাদ যায় তাহলে কমেন্টে জানাতে পারেন।

কোনো মন্তব্য থাকলে বলুন