লেখকের
কথা
কোডিং দুনিয়ায় সবচেয়ে সহজ এবং মজার জিনিস বোধয় এই HTML। এ নির্দেশিকা হল HTML এ জয়জাত্রার শুরুর নির্দেশিকা। আপনার জয়যাত্রা অব্যাহত থাকুক এই কামনা।
এ নির্দেশিকাটি w3school.com এর অনুকরণে তৈরি। বিভিন্ন বাংলা বইয়ের এবং ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইটেরও সাহায্য নেয়া হয়েছে। চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ সহজ করার।
নির্দেশিকাতে ভুল-ত্রুটি থাকা খুব স্বাভাবিক। কোনো ভুল-ত্রুটি পেলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।
HTML অনুশীলনের জন্য ইমাজিনেটিভ ওয়ার্ল্ড কোড এর নিজস্ব কোড অনুশীলন এ্যাপ এখান থেকে ব্যবহার করতে পারেন।
shohag@imaginativeworld.org
নির্দেশিকা সংস্করণঃ ১.২
শেষ হালনাগাদঃ ২৬ নভেম্বর ২০১৪