ধাপ

HTML মন্তব্য (comment) ট্যাগ

কোডিং এ মন্তব্য লিখার জন্য HTML এ <!-- ... --> ট্যাগ ব্যবহার করা হয়। চলুন উদাহরন দেখা যাক।

প্রয়োগঃ

<!-- This is a comment. -->
<p>I'm first line</p>
<!-- This is another comment.-->
<p>I'm another line.</p>
<!-- This is multi-line comment.
Yes! this is second line ;) -->
<p>I'm the last line.</p>

প্রিভিউঃ

Browser

I'm first line

I'm another line.

I'm the last line.

লক্ষ করুনঃ ট্যাগ এর শুরুতে বিস্ময়সূচক (!) চিহ্ন আছে, তবে ট্যাগ এর শেষে নেই!


যুক্তি যুক্ত মন্তব্য (Conditional Comment)

HTML ডকুমেন্টে নির্দিষ্ট কিছু কোড নির্দিষ্ট ব্রাউজার এ ব্যবহার করতে এ ধরনের কমেন্ট ব্যবহার করা হয়। যেমনঃ নিচের কমেন্টটির ভিতর যে কোড থাকবে তা শুধু IE ৮ এ কাজ করবে। যাই হোক, এ ধরনের যুক্তি মন্তব্য শুধু IE তেই কাজ করে।

প্রয়োগঃ

<!--[if IE 6]>
	<p>Your are using IE 6</p>
<![endif]-->

প্রিভিউঃ

IE conditional comment example যা যা জানলাম

Disqus মন্তব্য লোড হচ্ছে.. অপেক্ষা করুন...