পেনড্রাইভ কম্পিউটারে যুক্ত করলে পেনড্রাইভের ফাইল ভাইরাসের বা অন্য কোনো কারনে মাঝে মাঝে হাইড (hide) হয়ে যায়। যা সহজে আন-হাইড (un-hide) করা যায় না। এ সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে এ নথিতে।
আমরা প্রায় আমদের কাজের জন্য পেনড্রাইভ কে এক্সটারনাল ড্রাইভ হিসেবে ব্যবহার করি এবং মাঝে মাঝেই আমরা কিছু অনাকাংখিত সমস্যার সম্মুখীন হই। কেন জানি প্রয়োজনের মূহুর্তে ঝামেলা গুলি আরো জট পাকিয়ে আসে :p । তবে কিছু ট্রিক্স জানা থাকলে এই ধরনের সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারি । বলে রাখি এই সমাধান করার জন্য কোন কম্পিউটার জিনিয়াস হতে হবেনা অবশ্যই। টেক বিষয়ক অনেক সমস্যাই আসলে নিজেই সমাধান করা যায়। দরকার শুধু একটু ইচ্ছা এবং একটু সময়। জানা থাকলে হয়ত কোনদিন উপকারে আসতে পারে।
সমস্যা
সারারাত জেগে প্রেজেনটেশন তৈরী করল রিয়াদ। আগামীকাল স্যার কে দেখাতে হবে। অবশেষে সেই ক্ষণ আসল। রিয়াদ তার ল্যাপটপ এ পেনড্রাইভটি লাগিয়ে দেখে কম্পিউটার তার পেনড্রাইভ দেখাচ্ছে ঠিকই সাথে এও দেখাচ্ছে কত স্পেস ব্যবহ্যত হয়েছে আর কত স্পেস খালি আছে। তবে পেনড্রাইভ এ এক্সেস করে দেখে ,কোন ফোল্ডার নেই !
অথছ কম্পিঊটার বলছে পেনড্রাইভ এ কন্টেন্ট আছে এবং কত স্পেস দখল করল আর কত স্পেস খালি আছে ।
এই ধরনের সমস্যাই আমরা প্রায় পরি । আসলে কিছু নিয়ম অনুসরণ করলে তা অনায়াসে সমাধান করা যাবে। চলুন দেখে নেয়া যাক।
সমাধান
নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
- স্টার্ট মেনু তে গিয়ে Run এ ক্লিক করুন।
- কি-বোর্ড থেকে Windows Key + R চাপলেও Run বাক্স আসবে।
- উইন্ডোজ ৮ এ বামে-নিচে-কোনায় মাউসের বাম বোতাম চাপলে যে মেনু আসবে সেখান থেকে Run চালু করতে পারবেন।
- “Run” এ একটি লেখার বক্স দেখতে পাবেন । সেখানে লিখুন “cmd” এবং “ok” বাটন এ ক্লিক করুন।
- একটি কাল পর্দা দেখতে পাবেন যেখানে অনেক হাবিজাবি লেখা থাকবে :P। শেষের দিকে দেখবেন “c:\users\pc>“লেখা থাকবে, যেখানে আপনি ঠিক “pc>” এর পর থেকে পরবর্তী নির্দেশনা লিখবেন।
pc অংশে আপনার কম্পিউটারের ব্যবহারকারীর-নাম (user name) থাকবে।
- অতঃপর আমার পরবর্তী লেখাটি হুবহু লিখে দিন । যেখানে স্পেস দিতে বলা হয়েছে তা খেয়াল করবেন।
attrib<space>-h<space>-r<space>-s<space>/s<space>/d<space>g:\*.*
এখানে g:\*.* লেখাটির যায়গায় আপনার পেনড্রাইভ এর লোকেশন দিতে হবে, তাই আপনার কম্পিউটার এ পেনড্রাইভ এর লোকেশনটি একবার দেখে নিন আবং তা অনুযায়ী টাইপ করুন। - অতঃপর Enter চাপুন।
এরপর আপনার ড্রাইভ এ এক্সেস করে দেখবেন পেনড্রাইভ এর সকল ফাইল শো করছে।