অ্যাড-অন/এক্সটেনশন/প্লাগইন নিয়ে আলোচনা করা হয়েছে এ নথিতে।
অ্যাড-অন বা এক্সটেনশন বা প্লাগ-ইন হল এমন প্রোগ্রাম (মূলত প্রোগ্রামের অংশ), যা কোনো প্রোগ্রাম বা সফটওয়্যারের সাথে যুক্ত হয়ে ঐ প্রোগ্রাম/সফটওয়্যারের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
বাস্তব উদাহরন দিলে এভাবে বলা যায়, আপনি যোগ/বিয়োগ/গুন/ভাগ সব পারেন, এখন এগুলো করার জন্য যদি আপনাকে একটি ক্যালকুলেটর দেয়া হয় তাহলে আপনি এগুলো আরো ভালো ভাবে করতে পারবেন! তো আপনার জন্য ক্যালকুলেটর হচ্ছে একটি অ্যাড-অন বা এক্সটেনশন বা প্লাগ-ইন; যা আপনার কার্যক্ষমতা বৃদ্ধি করেছে!
বর্তমানে প্রায় সব সফটওয়্যারের একটা সাধারন বৈশিষ্ট্য হল এই অ্যাড-অন বা এক্সটেনশন বা প্লাগ-ইন। একেক সফটওয়্যার একেকটা শব্দ ব্যবহার করে। যেমনঃ
- ব্রাউজার সফটওয়্যার (মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি) – অ্যাড-অন
- ছবি আকার সফটওয়্যার (ফটোশপ ইত্যাদি) – প্লাগ-ইন
- ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার (ড্রিম ওয়েভার, ব্রাকেটস ইত্যাদি) – এক্সটেনশন
ইত্যাদি।
যে শব্দই ব্যবহার করুকনা কেন সব গুলো একই অর্থই প্রকাশ করে।