নথি এক্সটেনশন (file extension) নিয়ে আলোচনা করা হয়েছে এ নথিতে।
প্রত্যেকটি ফাইল এর নামের শেষে . (ডট) চিহ্ন সহ কিছু বর্ণ থাকে, মূলত এগুলোকেই extension বলে। Extension দ্বারা বুঝা যায় যে ফাইলটি কি ফাইল।
উদাহরণ
- .mp3 – MP3 ফাইল
- .mkv – MKV ভিডিও ফাইল
- .psd – Photo Shop Document ফাইল
- .html – HTML ডকুমেন্ট
- .css – CSS ফাইল
ইত্যাদি।
আপনি ফাইলের নামে সাধারন ভাবে extension দেখতে পাবেন না। Extension দেখতে My computer/This PC থেকে Folder Option এ গিয়ে View ট্যাব এ যে হবে, তারপর, Hide extensions for known file types সিলেক্ট উঠিয়ে দিয়ে OK দিন। তাহলেই extension দেখতে পাবেন প্রত্যেক ফাইলের।
যদি extension লুকাতে চান তাহলে আবার একই যায়গাতে গিয়ে শুধু Hide extensions for known file types সিলেক্ট করে আসুন।