লেখকের
কথা
এ নির্দেশিকা হল CSS এর শুরু। নির্দেশিকাতে যে সব উদাহরন দেয়া হয়েছে সেগুলো চর্চা করুন, বাকী যা আছে চর্চা করতে করতে এমনি জানতে পারবেন।
এ নির্দেশিকাটি w3school.com এর অনুকরণে তৈরি। বিভিন্ন বাংলা বইয়েরও সাহায্য নেয়া হয়েছে এবং চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ সহজ করার। নির্দেশিকাতে ভুল-ত্রুটি থাকা খুব স্বাভাবিক। কোনো ভুল-ত্রুটি পেলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।
CSS অনুশীলনের জন্য ইমাজিনেটিভ ওয়ার্ল্ড কোড এর নিজস্ব কোড অনুশীলন এ্যাপ এখান থেকে ব্যবহার করতে পারেন।
shohag@imaginativeworld.org
নির্দেশিকা সংস্করণঃ ১.০
শেষ হালনাগাদঃ ১০ সেপ্টেম্বর ২০১৪