লেখকের
কথা
একটা ওয়েবসাইট তৈরি করতে প্রধানত HTML এবং CSS জানা থাকলেই হয়। তার সাথে JavaScript জানা থাকলে তো কথায় নেই। এ নির্দেশিকাতে মূলত HTML এবং CSS দিয়ে একটি ওয়েব সাইট তৈরি করার নিয়ম দেখানো হবে। যাতে HTML5 কে প্রাধান্য দেয়া হয়েছে। এ নির্দেশিকা থেকে ওয়েবসাইট তৈরি সম্পর্কিত মোটামুটি সব তথ্য জানতে পারবেন।
এ নির্দেশিকাটি ইন্টারনেটের সাহায্য নিয়ে লিখা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ সহজ করার। নির্দেশিকাতে ভুল-ত্রুটি থাকা খুব স্বাভাবিক। কোনো ভুল-ত্রুটি পেলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।
shohag@imaginativeworld.org
নির্দেশিকা সংস্করণঃ ১.০
শেষ হালনাগাদঃ ০২ অক্টোবর ২০১৪