লেখকের
কথা

শুরুর শুরু!

প্রোগ্রামিং এ নতুন হলে Python প্রোগ্রামিং ভাষা দিয়ে কোডিং শুরু করা যায়। যুক্তরাষ্ট্রের ৬৯% শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এ ভাষা দিয়েই প্রোগ্রামিং শুরু করে। এ টিউটোরিয়ালে Python এর প্রাথমিক সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করা হচ্ছে। হচ্ছে বলছি কারন এ টিউটোরিয়ালটি তৈরির কাজ ধারাবাহিক ভাবে এখনো চলছে।

অনুসরণ

এ টিউটোরিয়ালটি ইন্টারনেটের সাহায্য নিয়ে দেশী এবং বিদেশী টিউটোরিয়ালের সাহায্য নিয়ে লিখা হচ্ছে এবং চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ সহজ করার। টিউটোরিয়ালে ভুল-ত্রুটি থাকা খুব স্বাভাবিক। কোনো ভুল-ত্রুটি পেলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

লেখক

মোঃ মাহমুদুল হাসান সোহাগ

shohag@imaginativeworld.org

টিউটোরিয়াল সংস্করণঃ ০.১

শেষ হালনাগাদঃ ১১ সেপ্টেম্বর ২০১৪