লেখকের
কথা

শুরুর শুরু!

প্রোগ্রামিং এ নতুন হলে C প্রোগ্রামিং ভাষা দিয়ে কোডিং শুরু করা যায়। এ নির্দেশিকাতে C এর প্রাথমিক সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করা হচ্ছে। হচ্ছে বলছি কারন এ নির্দেশিকাটি তৈরির কাজ ধারাবাহিক ভাবে এখনো চলছে।

প্রোগ্রামিং ভাষা শেখার উত্তম উপায় হচ্ছে নিজে নিজে কোড লিখা এবং জানা কোডকে পরিবর্তন করে কি ফলফল হয় তা দেখা। নির্দেশিকাতে যা উদাহরণ দেয়া আছে তা কপি-পেষ্ট করে চালু করলে প্রোগ্রামিং শেখা সম্ভব হবে না। ১০০% নিশ্চিত।

অনুসরণ

এ নির্দেশিকাটি লিখার জন্য বিভিন্ন বই এবং প্রয়োজনে ইন্টারনেটের সাহায্য নেয়া হয়েছে এবং চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ সহজ করার। নির্দেশিকাতে ভুল-ত্রুটি থাকা খুব স্বাভাবিক। কোনো ভুল-ত্রুটি পেলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

লেখক

মোঃ মাহমুদুল হাসান সোহাগ

shohag@imaginativeworld.org

নির্দেশিকা সংস্করণঃ ০.১

শেষ হালনাগাদঃ ০৪ অক্টোবর ২০১৪

সোর্সকোড

এ নির্দেশিকাতে তৈরি করা সকল প্রোগ্রামের সোর্সকোড নিচের ঠিকানায় পাওয়া যাবে। উদাহরণের নাম্বার অনুযায়ী সোর্স ফাইলগুলোর নামকরণ করা হয়েছে।

গিটহাব ফোল্ডার

সূচিপত্র

  1. প্রাথমিক আলোচনা
  2. C দিয়ে প্রথম কোড